বিনোদন

জগদ্ধাত্রী ধরা পড়ে গেল সাধুদার কাছে!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-র গত পর্বে দেখা গেছে, জগদ্ধাত্রী বৈদিহি মুখার্জির ছেলে চাপকে সোজা করার চেষ্টা করছে। চাপের মা বৈদিহি মুখার্জি চায় না যে তার ছেলেকে অপমান করা হোক। কিন্তু জগদ্ধাত্রী মনে করে চাপ সত্যি কথা বলছে না। সে চাপের কাছ থেকে সত্যি কথা বের করার চেষ্টা করছে।

অন্যদিকে, জগদ্ধাত্রীর বোন মেহেন্দি কৌশিকী মুখার্জির মৃত্যুর কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। জগদ্ধাত্রী জানে যে মেহেন্দি কৌশিকীকে ভালোবাসত। কিন্তু মেহেন্দির কান্নার কারণ কী, তা জগদ্ধাত্রী বুঝতে পারছে না।

জগদ্ধাত্রী কৌশিকীকে কে গুলি করেছে, তা তদন্ত করতে গিয়ে জানতে পারে যে দিবিয়া সেন এই ঘটনার সাথে জড়িত। কিন্তু জগদ্ধাত্রী এই কথা গোপন রাখতে চায়। কিন্তু তার বস সাধুদা সব জানতে পারে।

Related Articles