জগদ্ধাত্রীর নায়িকা বদল হচ্ছে? সবই ভুয়ো খবর, জানালেন নির্মাতারা!

টেলিপাড়ায় জোর শোরগোল। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর নায়িকা অঙ্কিতা মণ্ডলের বদলে নতুন কেউ আসছেন কি না, এই নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এই গুঞ্জনকে ভুয়ো বলে দাবি করেছে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ব্লুজ।
গুঞ্জন অনুযায়ী, জগদ্ধাত্রীর গল্পে নায়িকার চরিত্রটিতে বড় পরিবর্তন আসছে। নায়িকা জগা এখন একজন ঠাকুরমা। তার ছেলে ও মেয়ে বড় হয়ে গেছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় অঙ্কিতা নাকি ধারাবাহিকটি ছেড়ে দিচ্ছেন। তার বদলে নতুন কেউ আসছেন।
এই গুঞ্জন নিয়ে অঙ্কিতা মণ্ডল বলেন, “এই খবর আমি আজকাল ডট ইনের থেকেই প্রথম শুনলাম। কারা, কেন গুঞ্জন ছড়াচ্ছেন জানি না। তবে আমার কাছে এরকম কোনও খবর নেই।”
অন্যদিকে, ব্লুজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “জগদ্ধাত্রীর গল্পে কোনও পরিবর্তন হচ্ছে না। নায়ক-নায়িকা দূরঅস্ত্। বাকি অভিনেতাদেরও কোনও বদল হচ্ছে না।”