বিনোদন
খাদান ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন সৌমিতৃষা? যাবতীয় জল্পনার মাঝে মুখ খুললেন অভিনেত্রী!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই ধারাবাহিকে রুমি চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। প্রথম ছবি প্রধান-এ দেবের বিপরীতে অভিনয় করেও তিনি প্রশংসা কুড়িয়েছেন।
সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, দেবের পরের ছবিতে আবারও সৌমিতৃষাকে দেখা যেতে পারে। ছবিটির নাম ‘খাদান’। এই ছবিতে দেবের বিপরীতে ইধিকা পালকে দেখা যাবে। তবে সৌমিতৃষা কি এই ছবিতে অভিনয় করছেন?
এই প্রশ্নের উত্তরে সৌমিতৃষা বলেন, “আমার কাছে এখনও পর্যন্ত ছবিটির জন্য কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। যদি আমাকে এই ছবির জন্য চূড়ান্ত করা হয়, তাহলে তো সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।”
তাহলে কি সৌমিতৃষা দেবের পরের ছবিতে অভিনয় করবেন না? সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সৌমিতৃষার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তাই তাকে আবারও দেবের বিপরীতে দেখার আশা করছেন অনেকে।