বিনোদন

কেন সকলের কাছে অপারগ সূর্য? দীপার প্রশ্নের উত্তরে কী জবাব দেবে সে?

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সূর্য মিশকার সন্তানের বাবার জায়গায় সই করে কোথাও যেন খুব অনুতপ্ত সে কিভাবে দীপা ও তার দুই মেয়ের সামনে দাঁড়াবে কিছুতেই বুঝতে পারছে না। কেন সেই কাজটা করল শুধু তার এমনটাই মাথার মধ্যে চলছে। ঠিক তখনই তার বাবা এসে তাকে শান্ত হতে বলে আর জানায় মেডিকেল টেস্ট কখনো ভুল হয় না। এটা শুনে সূর্য চমকে উঠলো।

হাসপাতালে মিশকা ভর্তি কিন্তু একটু সুস্থ হতে না হতেই আবারো শুরু করে দিয়েছে মিশকা নিজের চাল। সে নিজেকে আরো দুঃখের মুখ করে সাজাচ্ছে যাতে সকলের কাছে আরো সিম্পেথি পেতে পারে।

দীপা মা লক্ষ্মীর কাছে নিজের সংসারে সমস্ত অশুভ শক্তি অলক্ষিকে বাইরে বার করে লক্ষ্মী আনার কথা বলছে। সেনগুপ্ত পরিবারের সকলেই খুবই চিন্তিত।

Related Articles