বিনোদন

কিভাবে রাজনাথকে ধরবে জগদ্ধাত্রী? কিছুই বুঝতে পারছে না সে!

 

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের শেষ পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস তার বন্ধুদের সাথে পিকনিকে যায়। পিকনিকে যাওয়ার সময় জগদ্ধাত্রীর মাথায় একটা সন্দেহ জাগে যে, মল্লিকা দেবীকে গুলিবিদ্ধ করার পেছনে চাপের হাত আছে।

পিকনিকে গিয়ে জগদ্ধাত্রী চাপের সাথে দেখা করে। চাপকে জিজ্ঞাসা করে যে, সে মল্লিকা দেবীকে গুলিবিদ্ধ করার সাথে জড়িত কিনা। চাপ প্রথমে অস্বীকার করে, কিন্তু জগদ্ধাত্রীর চাপের মুখে সে শেষ পর্যন্ত স্বীকার করে যে, সে মল্লিকা দেবীকে গুলি করেছিল।চাপ জানায় যে, মল্লিকা দেবী তাকে হুমকি দিয়েছিল যে, সে যদি তার ছেলেকে বিয়ে না করে, তাহলে সে তাকে মেরে ফেলবে। তাই চাপ মল্লিকা দেবীকে গুলি করে।

জগদ্ধাত্রী চাপকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু এদিকে, দেবো আবারো ষড়যন্ত্র শুরু করে। সে মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে জগদ্ধাত্রী এবং কৌশিকীকে ফাঁসাতে চায়।

জগদ্ধাত্রী কি পারবে দেবোর ষড়যন্ত্র ভেদ করতে এবং চাপের কাছ থেকে আসল সত্যিটা জানতে? সেটাই দেখার অপেক্ষায় থাকতে হবে।

Related Articles