কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে তার প্রথম ছবি, পরবর্তীতে কোন ছবিতে তাকে দেখা যাবে? কী জানালেন সৌমিতৃষা?

টেলিভিশন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবার বড়পর্দায় পা রাখছেন। তাঁর প্রথম ছবি “প্রধান”। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা দেব। ছবিটি মুক্তি পাবে এই বছর ২২ ডিসেম্বর।
সৌমিতৃষা বলেন, তিনি ছোটবেলা থেকেই দেবকে খুব পছন্দ করেন। তাঁর বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, অভিনেতা এবং মানুষ হিসেবে দেব একজন খুবই ভালো অভিনেতা। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
ছবিটির পরিচালক অভিজিৎ সেন বলেন, সৌমিতৃষা একজন খুবই প্রতিভাবান অভিনেত্রী। তিনি ছবির জন্য অনেক পরিশ্রম করেছেন। তিনি আশা করেন, দর্শক সৌমিতৃষার অভিনয় পছন্দ করবেন। ছবিটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে। অভিনেত্রী জানান ছোট থেকেই তার সিনেমায় অভিনয় করার ইচ্ছে ছিল। এত দিনের পরিশ্রম আজ তাকে ফল দিচ্ছে, এবং তার সিনেমা রিলিজ করতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই। আশা করাই যায় বক্স অফিসে সেটি লাভের মুখ দেখবে।