বিনোদন

এখনও কি প্রাক্তন প্রেমিকা অনিন্দিতাকে ভুলতে পারেননি সৌরভ?

 

টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস আগামী শনিবার দর্শনা বণিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে চলছে। কিন্তু এর মধ্যেই সৌরভের ইনস্টাগ্রামে প্রাক্তন প্রেমিকা অনিন্দিতার ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

সৌরভ ও অনিন্দিতা ২০১৭ সালে ‘গুটি মল্লার’ ছবির শুটিং সেটে প্রেমে পড়েন। বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে সৌরভের জীবনে এসেছেন দর্শনা।সৌরভের ইনস্টাগ্রামের হাইলাইটস সেকশনে ‘ফ্যামিলি’তে অনিন্দিতার ছবি রয়েছে। সেই ছবিগুলো প্রায় আড়াই-তিন বছরের পুরনো। তাই অনেকেই মনে করছেন, সৌরভ এখনও অনিন্দিতাকে ভুলতে পারেননি।

তবে এই জল্পনার কোনও ভিত্তি নেই বলে মনে করছেন সৌরভের ঘনিষ্ঠজনেরা। তারা বলছেন, সৌরভ এখন সম্পূর্ণরূপে দর্শনার প্রেমে ডুবে আছেন। তাদের বিয়ের প্রস্তুতিও চলছে পুরোদমে। তাই সৌরভের প্রাক্তন প্রেমিকা নিয়ে এই ধরনের আলোচনা অমূলক।

Related Articles