বিনোদন
উৎসবকে এবার কিছুতেই ছাড়বে না জগদ্ধাত্রী, কী করতে চলেছে সে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”। জগদ্ধাত্রী এবং কৌশিকের নির্দেশ অনুসারে, স্বয়ম্ভু এবং তার টিম মুখার্জি পরিবারে পৌঁছে যায়। সেখানে সকলের ঘর তল্লাশি করা হয়। তল্লাশি করা হচ্ছে বলে রাজনাথ স্বয়ম্ভুকে এক চড় মারে।
জগদ্ধাত্রী কৌশিকীকে কে গুলি করে মারতে চেয়েছে সেই কেসের সল্ভ করতে গিয়েই যখন সে ফাইল দেখছিল সেখান থেকেই বেরিয়ে এলো এক গুরুত্বপূর্ণ তদন্ত।
জগদ্ধাত্রী তার তদন্তের বেশ কিনারায় পৌঁছে এসেছে। তৃতীয় ব্যক্তিটিকে জগদ্ধাত্রী খুঁজে পেয়েছে। তাকেই জ্যাস নিজে গুলি করতে বলল তার ওপর।