আসলে কারা অপহরণ করেছে জগদ্ধাত্রীকে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর মুখ্য চরিত্র জগদ্ধাত্রীর গুম হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে। মুখার্জি পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হঠাৎ করেই জগদ্ধাত্রীর উপর হামলা হয়। কৌশিকি জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। কৌশিকি হাসপাতালে ভর্তি হলে জগদ্ধাত্রী প্রতিজ্ঞা করে যে, আসল দোষীদের কৌশিকী সামনে এনে দাঁড় করাবে।
কিন্তু জগদ্ধাত্রী নিজেই নিখোঁজ হয়ে যায়। জগদ্ধাত্রীর গুম হওয়ার খবর বাইরে ছড়িয়ে পড়লে জগদ্ধাত্রীর বস এবং শ্বশুর জগদ্ধাত্রীর খোঁজ করতে থাকেন।
জগদ্ধাত্রীর শ্বশুর জগদ্ধাত্রীর বসকে ফোন করে জানান যে, তাদের ডিপার্টমেন্টের জ্যাস সান্যালও নিখোঁজ। জ্যাস সান্যাল জগদ্ধাত্রীর বন্ধু এবং সহকর্মী।
জগদ্ধাত্রী এবং জ্যাস সান্যালর গুম হওয়ার রহস্য উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, জগদ্ধাত্রী এবং জ্যাস সান্যালর নিখোঁজ হওয়ার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে।