বিনোদন
আমার এই স্বভাবের জন্য প্রতিনিয়ত বকা খেতে হয়! কোন স্বভাবের কথা জানালেন সৌমিত্রিষা?

‘মিঠাই’ ধারাবাহিকের ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। পর্দায় তিনি যেমন একজন আদর্শ গৃহিণী, বাস্তবেও তিনি তেমনই?
সৌমিতৃষা নিজেই স্বীকার করেন, বাস্তবে তিনি পর্দার মিঠাইয়ের মতো আদর্শ গৃহিণী নন। তার কিছু বদঅভ্যাসও রয়েছে। যেমন,
বাথরুমের দরজা বন্ধ না করা
আলো না নেভানো
জিনিসপত্র গুছিয়ে না রাখা
বাড়ির কাজ না করা
জলের বোতল এগিয়ে দেওয়ার জন্য অন্যকে বলতে হওয়া
সৌমিতৃষা আরও বলেন, নখ খাওয়া তার ভীষণ বদঅভ্যাস। এই অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য তিনি সবসময় নেল এক্সটেনশন করিয়ে রাখেন।
সৌমিতৃষা পরিবারের একমাত্র মেয়ে। তাই তিনি বাবা-মা, মাসি সকলের আদরের। বাড়িতে তাকে ‘সোনাই’, ‘বাবাই’, ‘সুনু’, ‘কোয়েল’ নামে ডাকা হয়।