বিনোদন

আবার পুজোয় ফিরতে চলেছে ‘রক্তবীজ’ খ্যাত হিট জুটি? জল্পনা তুঙ্গে!

 

গত বছর পুজোয় ‘রক্তবীজ’ ছবিতে অ্যাকশনে ধাক্কা দিয়েছিলেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। এবার ফাগুনের হাওয়ায় রোমান্টিক ‘আলাপ’ সেরে নেবেন এই জুটি।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত ও প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই ছবির ঘোষণা করা হয়েছে সরস্বতী পুজোর দিন। ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমের ছবির ঘোষণা, বেশ রোমান্টিক তাই না?

‘আলাপ’ একটি রোমান্টিক কমেডি ছবি। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।

মিমি ও আবিরের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে স্বস্তিকা দত্ত, তন্নি লাহা রায় ও কিঞ্জল নন্দাকেও। চলতি বছরই মুক্তি পাবে ‘আলাপ’।

Related Articles