বিনোদন

আদর্শ ছেলে, ধুমধাম করে মায়ের জন্মদিন পালন করলেন দেব!

 

টলিউডের সুপারস্টার দেবের মায়ের জন্মদিন গতকাল ছিল। সেই উপলক্ষে রবিবার রাতে কেক কেটে জন্মদিন পালন করেন দেব এবং তার পরিবার। দেবের স্ত্রী রুক্মিণী মৈত্র, বাবা গুরুপদ অধিকারী, পরিচালক রাজা চন্দ, অভিনেত্রী পিয়ান সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

জন্মদিনের কেক ছিল সাদা রঙের, উপরে লাল রঙের ‘মা’ লেখা ছিল। কেক কাটার পর দেব তার মায়ের গালে চুম্বন দিয়ে বলেন, “আমি পরজন্মে বিশ্বাস করি না। কিন্তু যদি তা সত্য হয়, তা হলে পরবর্তী সমস্ত জন্মে তুমি আমার মা হয়েই থেকো।”

দেবের মায়ের নাম মীরা অধিকারী। তিনি একজন গৃহিণী। দেবকে বড় করার ক্ষেত্রে তিনি সবসময় পাশে ছিলেন। দেব তার মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন তার এই পোস্টের মাধ্যমে।

গত বছর দেবের তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। এর মধ্যে বড়দিনের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত ‘প্রধান’ এখনও প্রেক্ষাগৃহে চলছে। দেব বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’ ছবির শুটিং করছেন। আগামী মার্চ-এপ্রিল নাগাদ শুরু হবে তার আরেকটি ছবি ‘খাদান’-এর শুটিং।

Related Articles