বিনোদন

‘অ্যানিম্যাল’ নিয়ে বিতর্কে রণবীর, নেটাগরিকদের রোষের মুখে অভিনেতা

 

চলতি বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর। ‘অ্যানিম্যাল’-এ উগ্র পৌরুষের উদ্‌যাপনের অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিরুদ্ধে সাফাই দিয়েছেন ছবির অন্যতম অভিনেতা ববি দেওল ও তৃপ্তি ডিমরি। এ বার সেই বিতর্কে যোগ দিলেন রণবীর নিজেই।

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির প্রসঙ্গে কথা বলছেন রণবীর। সেই ছবির পরিচালক লভ রঞ্জন। তাঁর ‘প্যার কা পঞ্চনামা’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবিগুলির বিরুদ্ধে নারীবিদ্বেষের অভিযোগ উঠেছিল। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে অভিনয় করার কারণে প্রশ্নের মুখে পড়েছিলেন রণবীর।

ওই সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘‘আমি যে পরিচালকের সঙ্গে কাজ করছি, দর্শকের অভিযোগ অনুযায়ী তিনি বেশ কিছু নারীবিদ্বেষী ছবি বানিয়েছেন। তবে আমি নিজে ওই ছবিগুলোর একটাতেও কাজ করিনি। আমি ভেবেচিন্তে এমন চরিত্রই নির্বাচন করি, যাতে কাউকেই ছোট না করা হয়। সমাজে আমার যে জায়গা, সেখানে আমাকে সচেতন হতে হবে।’’

‘অ্যানিম্যাল’-এর রিলিজের পর সেই সাক্ষাৎকারের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটাগরিকদের একাংশ রণবীরের কথায় কটাক্ষ করেন। তাঁদের প্রশ্ন, ‘‘এই সাক্ষাৎকারের সময় কি ‘অ্যানিম্যাল’-এ নিজের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না রণবীর?’’ আবার অনেকের মন্তব্য, ‘‘বক্স অফিসে হিটের মুখ দেখতে কত ভণ্ডামিই না করতে হয়!’’

Related Articles