বিনোদন

অনুপমের গানে মাতোয়ারা সৃজিত-শিবু, ভিডিও করলেন যিশু!

 

২০২৩ সালের ৩১ ডিসেম্বর, বছর শেষের রাত। গোটা শহর, গোটা দেশ, গোটা দুনিয়া পার্টিতে মত্ত। বাদ পড়ল না টলিপাড়াও। টলিতারকারা একজোট হয়ে পার্টিতে গান গাইলেন, নাচলেন। ডিনার সারলেন একসঙ্গে।

একই চিত্র দেখা গেল অভিনেতা যিশু সেনগুপ্তর বাড়িতেও। যিশুর বাড়িতে বর্ষবরণের রাতে হাজির হলেন সৃজিত মুখোপাধ্যায়, অনুপম রায়, সদ্য বিবাহিত দর্শনা বণিক ও সৌরভ দাসের মতো তারকারা।

পার্টিতে গিটার হাতে গান ধরলেন অনুপম রায়। গাইলেন সৃজিতের ‘দশম অবতার’ ছবির ‘আমি সেই মানুষটা আর নেই…’। অনুপমের পরনেও ছিল এই গানের দু কলি লেখা। সঙ্গে ক্ল্যাপবক্সে সঙ্গত দিলেন যিশু। পাশে বসে যিশুর স্ত্রী নীলাঞ্জনা।

অনুপম গাইলেন মন খুলে। আর এসব ক্যামেরাবন্দি করলেন সৃজিত। সৃজিত তাঁর ফেসবুকে শেয়ার করলেন অনুপমের গানের ভিডিও। ক্যাপশনে লিখলেন, ‘সেই মানুষটা আর নেই’।

Related Articles