বিনোদন

অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে সকলের মন জয় করলেন পঙ্কজ ত্রিপাঠি! প্রকাশ্যে এলো ট্রেলার

 

পঙ্কজ ত্রিপাঠী অসাধারণ অভিনয় আগামী ১৯ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অটলবিহারী বাজপেয়ীর জীবনীচিত্র ‘ম্যায় অটল হু’। এই ছবিতে বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবির পোস্টার এবং টিজার প্রকাশের পরই দর্শকদের আগ্রহ বেড়েছে।

টিজারে দেখা গেছে, লালকৃষ্ণ আডবাণী বাজপেয়ীকে বলছেন, “রাজনীতি কঠিন পথ। তুমি কি পারবে?” বাজপেয়ী উত্তরে বলেন, “আমি পারব। আমি পাঁকে ফোটাব পদ্ম।”

ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রবি যাদব। তিনি জানান, এই ছবিতে বাজপেয়ীর রাজনৈতিক জীবনের পাশাপাশি তাঁর সাহিত্যিক জীবনও তুলে ধরা হবে।

পঙ্কজ ত্রিপাঠী বাজপেয়ীর ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন। শুটিংয়ের জন্য তিনি টানা ৬০ দিন খিচুড়ি খেয়েছেন।‘ম্যায় অটল হু’ ছবিটি দেখতে দর্শকদের মুখিয়ে থাকতে হবে।

Related Articles