মসনদের লড়াই

প্রচারের শেষ লগ্নে তৃণমূলের বিজয় মিছিল হাসনাবাদে

Victory procession of Trinamool in Hasanabad in the last leg of the campaign

The Truth Of Bengal : বসিরহাট, মন্টু সাহাজি : বসিরহাট ভোট ১লা জুন ফলাফল৪,ঠা জুন তার আগেই সবুজ আবির মেখে ব্যান্ড পার্টি ও বাজি ফাটিয়ে মিষ্টিমুখ তৃণমূলের বিজয় মিছিল।

বসিরহাট লোকসভা কেন্দ্রে আজ বৃহস্পতিবার ছিল প্রচারের শেষ দিন। প্রচারের এই শেষ দিনে হাসনাবাদের পাটলি খানপুর এলাকায় সবুজ আবির মেখে বাজনা বাজিয়ে মিষ্টি খাইয়ে বিজয় উৎসব পালন করলেন তৃণমূলের কর্মীরা। পাটলি খানপুর অঞ্চল তৃনমূলের সভাপতি পিন্টু মোল্লার নেতৃত্বে এদিন এই বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিন প্রায় হাজারখানেক কর্মী সমর্থকদের নিয়ে এই বিজয় মিছিল পালন করলো পাটলি খানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মোল্লা। এই সমস্ত তৃণমূল কর্মীদের দাবি বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের জয় নিশ্চিত। তাই তারা প্রচারের শেষ দিনে বাজনা বাজিয়ে সবুজ আবির উড়িয়ে মিষ্টি খাইয়ে আগাম বিজয় উৎসব পালন করলেন।

Related Articles