Lok Sabha Election 2024 : মেদিনীপুরে শক্তিবৃদ্ধি তৃণমূলের!
Lok Sabha Election 2024 : Trinamool reinforcement in Medinipur!

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- লোকসভা ভোটের আগে মেদিনীপুরে শক্তিবৃদ্ধি করল তৃণমূল। গত পঞ্চায়েত ভোটের সময় দলের নেতৃত্বদের সাথে ভুল বুঝাবুঝির কারণে, অনেকেই দল ছেড়ে বসে গিয়েছিলেন কেউ আবার নির্দল এ গিয়েছিলেন। পঞ্চায়েত ভোট পাড়ার এক বছর কেটে গেলেও একই জায়গায় অবস্থান ছিল তাদের।
তবে সামনের লোকসভা নির্বাচন তাই দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা নেতৃত্বে তাদেরকে আবার দলে ফেরানো হল।
লোকসভা ভোটের আগে গড়বেতার বিভিন্ন অঞ্চল থেকে সরে যাওয়া, সাসপেন্ড হওয়া, নির্দল জেতা পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল নেতা নেতৃত্বকে যোগদান করালো তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের দলে যোগদান করিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দিলাম এবং লোকসভা ভোটে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাতে মাঠে ময়দানে নেমে দলের হয়ে কাজ করবে।