মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : লোকসভা নির্বাচনের আগে চা বাগানে নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেস

Lok Sabha Election 2024 : Trinamool Congress is busy campaigning in tea gardens before the Lok Sabha elections

The Truth Of Bengal : বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি :-  দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে ভোজ নারায়ণ চা বাগানে নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।

জানা যায়,  দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে সোমবার শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভোজ নারায়ণ চা বাগানে নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। সকাল থেকেই ভোজনারায়ণ চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের কি কি অসুবিধা রয়েছে তা জানতে চান তৃণমূলের সভানেত্রী।

অপরদিকে, জেলা সভানেত্রীকে সামনে পেয়ে চা বাগান শ্রমিকরা তাদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন এছাড়াও শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। সোমবার এই প্রচারে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূলের সভাপতি কাজল ঘোষ সহ তৃণমূলের নেতা কর্মীরা। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, “এদিন ভোজ নারায়ণ চা বাগানে এসে শ্রমিকদের সঙ্গে দেখা করে কথা বলেন। এর পাশাপাশি তাদের বেশ কিছু অসুবিধার কথা শোনান।”

Related Articles