মসনদের লড়াই
বীরভূমের সিউড়ির গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা
Tight security at Birbhum's Seeuri counting centre

The Truth Of Bengal : বীরভূম- বীরভূমের সিউড়িতে এলসি কলেজে লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রে এসে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়, কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ ও বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। পাশাপাশি কড়া নিরাপত্তা বলবে মুড়ে ফেলা হয়েছে পুরো কলেজ চত্বর ।
পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে বোলপুর উচ্চ বিদ্যালয়। সেখানেও নিরাপত্তা বলই একই রকম। ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল ও সিপিআইএমের প্রার্থী শ্যামলী প্রধান।