মসনদের লড়াই

টানটান উত্তেজনা, মুখোমুখি দুই পক্ষ, পরিস্থিতি যেভাবে সামলাল পুলিশ…. দেখুন সেই ভিডিয়ো

The tense tension, the two sides facing each other, the way the police handled the situation.... Watch the video

The truth of Bengal: চতুর্থ দফার নির্বাচনে ভোট গ্রহণ চলছে রাজ্যের ৮ কেন্দ্রে। সকাল সকাল উত্তেজনরা ছড়ায় বীরভূম জেলার সিউড়ির একটি বুথে। সিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ১৮৬ নম্বর বুথে রণংদেহি মনোভাব দুপক্ষের। একদিকে তৃণমূল অন্য দিকে বিজেপি। অভিযোগ পাল্টা অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জোগাড়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশের দিকে রুখে দাঁড়াতে দেখা যায় রাজনৈতিক দলের দু’পক্ষের কর্মীদের। পুলিশের সামনে যখন একপক্ষ অন্যপক্ষকে তেড়ে যেতে থাকে তখনই কড়া মনোভাব পুলিশের। একজনকে উদ্দেশ্য করে পুলিশ অফিসারের কড়া বার্তা- ‘লেকচার দেবেন না’। নির্বিঘ্নে নির্বাচন করাতে পুলিশ প্রশাসন নজির রাখল এই বুথে। পরিস্থিতি শান্ত হল পুলিশের দাপুটে ভূমিকায়। কিভাবে এই উত্তেজনা থামাল পুলিশ দেখুন সেই ভিডিও……

Related Articles