মসনদের লড়াই
জীবনের প্রথম ভোট কেশপুরের মৌপর্না ও মধুরিমার!
The first vote of the life of Keshpur Mauparna and Madhurima!

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়স হলে তবেই ভোটাধিকার প্রয়োগ করা যায়। এবারই প্রথম ভোট দিতে একসাথে লাইনে দাঁড়িয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার তুষখালি গ্রামের মৌপর্না ও মধুরিমা চক্রবর্তী। দুই জমজ বোন, তাঁরা পরিবারের সাথে জীবনের প্রথম ভোট দিতে সকাল সকাল লাইন দিয়েছেন বুথে।
তারা বলেন, বেশ ভালো লাগছে। সকাল থেকেই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন তারা। তাদের বক্তব্য তারা সরকারের কাছে নানান পরিষেবা পান, ভোট দেওয়া তাদের দায়িত্ব। আগামী দিনে আরো কিছু সরকারের থেকে ভালো পরিষেবা আশা করেন, প্রথম ভোট দাতা মৌপর্না চক্রবর্তী ও মধুরিমা চক্রবর্তী।