মসনদের লড়াই

lok sabha election 2024: আগেই গ্রেফতার মুখ্যমন্ত্রী, এবার কি ঝাড়খণ্ডে ফাঁকা মাঠে গোল দেবে বিজেপি

lok sabha election 2024: The Chief Minister was arrested earlier, will BJP score a goal in an empty field in Jharkhand?

The Truth of Bengal: কেন্দ্রের সরকার ঠিক করতে সাত দফায় নেওয়া হবে দেশের মানুষের রায়। বিজেপি ও কংগ্রেসের মতো বড়দলগুলি তো আছেই, প্রতিটি রাজ্যে নিজেদের মতো করা ঘুঁটি সাজাচ্ছে আঞ্চলিক দলগুলিও। পূর্ব ভারতের নবীন রাজ্য ঝাড়খণ্ড রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান জেলে থাকায় রাজনৈতিক লড়াই জমে উঠেছে এই রাজ্যে। রাজ্য হিসেবে বয়স মাত্র ২৪ বছর। ২০০০ সালের ১৫ নভেম্বর জন্ম হয়েছিল পৃথক রজ্য হিসেবে। ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটি ছোট রাজ্য। খনিজ সম্পদে ভরপুর এই রাজ্যটি আগে ছিল বিহারের দক্ষিণ অংশ। এই রাজ্যের উত্তরে বিহার, উত্তর-পশ্চিমে উত্তর প্রদেশ, পশ্চিমে ছত্তিসগড়, দক্ষিণে ওড়িশা এবং পূর্বে পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ড আয়তনের দিক থেকে দেশের ১৫তম বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে ১৪তম বৃহত্তম রাজ্য। ঝাড়খণ্ড তার প্রাকৃতিক সৌন্দর্য, জলপ্রপাত, পাহাড় এবং পবিত্র স্থানগুলির জন্য পরিচিত। বৈদ্যনাথ ধাম, পরশনাথ এবং রাজরাপ্পা এখানকার প্রধান ধর্মীয় স্থান। তবে ঝাড়খণ্ড সবচেয়ে সমৃদ্ধ তার খনিজ সম্পদের জন্য। বীরসা মুণ্ডার জমিতে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও ঝাড়খণ্ডকে পিছিয়ে পড়া রাজ্যগুলির তালিকায় ফেলা হয়। লোকসভা নির্বাচনের আগে সেই রাজ্যটি চলে এসেছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। কারণ মুখ্যমন্ত্রীর গ্রেফতার। ফেব্রুয়ারির শুরুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন। ফলে এখন স্বাভাবিক ভাবেই চাপে আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। মুখ্যমন্ত্রীর গ্রেফতারের পর এই রাজ্যে দলবদলের হিড়িক পড়েছে। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন শিবু সোরেনের পুত্রবধূ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বউদি সীতা সোরেন। অন্যদিকে, লোকসভা ভোটের আগে বিজেপির ঘর ভাঙে কংগ্রেস। পদ্ম ছেড়ে ‘হাত’ ধরেছেন রাজ্যের মান্ডু কেন্দ্রের বিধায়ক জয়প্রকাশ ভাই প্যাটেল। ফলে সব মিলিয়ে জমে উঠেতে চলেছে এই রাজ্যের লোকসভা নির্বাচন। ঝাড়খণ্ডে মোট ১৪টি লোকসভা আসন রয়েছে। ২০১৯ সালের নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি জিতে সবার আগে ছিল এনডিএ।

একনজরে দেখে নেবো

২০১৯ সালের লোকসভার ফলাফল

রাজনৈতিক দল   আসন  প্রাপ্ত ভোট শতাংশ

এনডিএ                     ১২                     ৫৬.০০

ইউপিএ                     ০২                     ৩৪.৫৮

কংগ্রেসের জোট বেঁধে রাজ্যে সরকার আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তবে আগের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিরোধীদের মাথা উঁচু করতে দেয়নি বিজেপি। ১৪ আসনের মধ্যে ১১টি আসনে জয়ী হয়েছিল বিজেপি একাই। একটি আসনে জয়ী হয়েছিল তাদের জোটসঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। একটি আসনে জয়ী হয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং বাকি আসনটি জিতেছিল কংগ্রেস। সেই বিজেপির সামনে এবার আগের ফল ধরে রাখার চ্যালেঞ্জ। তবে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতারে বিজেপি ফায়দাও পেতে পারে আবার ক্ষতিও হতে পারে। দল হিসেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা চাপে থাকলেও রাজ্যের একটা বড় অংশের মানুষ মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ভাল চোখে দেখছে না। বিজেপি ক্ষমতার রাজনীতি করছে বলে অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ড লাগোয়া বাংলার চারটি আসনে আগেরবার ভাল ফল করেছিল বিজেপি। বিজেপির এই ভাল ফল করার পেছনে অন্যতম কারণ ছিল আদিবাসী ভোটব্যাঙ্ক। বিশেষ করে কুড়মি সমাজের ভোট। কিন্তু, তারপর বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে ঝাড়খণ্ড লাগোয়া বাংলার জেলাগুলিতে বিজেপির ফল খারাপ হয়। সেক্ষেত্রে দেখা যায় আদিবাসী সমাজ বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলার এই প্রভাব পাশের রাজ্য ঝাড়খণ্ডে পড়লে চাপ বাড়বে বিজেপির জন্য। কারণ আদিবাসী ভোট পেয়েই আগেরবার দারুণ ফল করেছিল বিজেপি।

Related Articles