মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : পায়ে ঘুঙুর ও একতারা হাতে প্রচারে প্রার্থী

Lok Sabha Election 2024 : Swapan gave the message of peaceful voting through his own Baul song

The Truth Of Bengal :   বাউল গান গেয়ে বীরভূমের বোলপুরের বাজারের রাস্তায় ঘুরে ঘুরে শান্তিপূর্ণ লোকসভা ভোটের বার্তা দিলেন এক বাউলশিল্পী। তাঁর হাতে একতারা, পায়ে ঘুঙুর। কোল ভুগি বাজিয়ে নাচের তালে তালে সন্ত্রাসমুক্ত ভোটের আহ্বান জানালেন বর্ধমান সদরের শ্রীপল্লির বাসিন্দা স্বপন দত্ত বাউল। তিনি কেন্দ্র ও রাজ্যের নির্বাচন আধিকারিকের সম্মানপ্রাপ্ত শিল্পী।

গত পঞ্চায়েত নির্বাচনের আগেও তিনি বোলপুরে এসে শান্তির বার্তা দিয়ে গিয়েছিলেন। শুক্রবার ফের সেখানে নিজের লেখা বাউল গানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন স্বপন।

গানের কলিতে রয়েছে ‘নিজের ভোট নিজে দাও, শান্তি ভঙ্গ কোরো না’, ‘বোমাবাজি, প্রাণহানি কেউ কোরো না’, ‘অবাধ, পক্ষপাতহীন ভোটে কেউ জাতপাতের ভেদাভেদ কোরো না’— এমনই নানা বার্তা।

শুধু বোলপুর নয় ভোটের আগে ক্যানিং, জীবনতলা, গোসাবা‌-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে এই বার্তা দিচ্ছেন স্বপন। তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য নির্বাচনী আধিকারিকেরা।

এদিন স্বপন বলেন, ‘‘ভোটের সময় দেখি বিভিন্ন জায়গায় সন্ত্রাস, হানাহানি ঘটছে। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নিজের উদ্যোগেই বিনা পারিশ্রমিকে এ ভাবে বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পথে নেমেছি। আমি চাই, ভোট উপলক্ষে যেন আর কোনও মানুষের মৃত্যু না হয়। সন্ত্রাস বন্ধ হয়।’’

Related Articles