Lok Sabha Election 2024 : তীব্র তাপপ্রবাহ কে চ্যালেঞ্জ করে ভোট প্রচারে সব্যসাচী
Lok Sabha Election 2024 : Sabyasachi defies intense heat wave to campaign for polls

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : ভোট ঘোষণার পর যত দিন যাচ্ছে রাজনীতির পারদ চড়ছে । সেই সঙ্গে চরম তাপপ্রবাহ ও বাড়ছে প্রত্যেক দিন আবহাওয়া অফিস থেকে তাপমাত্রার ডিগ্রি বাড়ার খবর জানাচ্ছেন । বেলা বাড়লেও রাস্তা ঘাটে মানুষের সংখ্যা কমছে ।
এর মধ্যেই হাওড়া সদরের বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি শনিবার বাকসারা এলাকায় পায়ে হেঁটে কোনো আচ্ছাদন ছাড়াই ভোট প্রার্থনা করতে বেরোলেন । এই গরম টা তার কাছে কিছু না এখনও অনেক মানুষ এয়ারকন্ডিশন ছাড়াই থাকে যে শ্রমিকটি লোহা সালে লোহা পেটাচ্ছেন এই গরমের মধ্যেই তাকে কাজ করতে হয়। সাধারণ মানুষের কথা শোনালেন প্রার্থী । এই তীব্র গরমে অনেক মানুষ জল ছাড়াই বেঁচে থাকেন প্রতি ফোটায় মুনাফা করে জলের কোম্পানিগুলো এখনো অনেক জায়গায় জল কিনে খেতে হয়। টিউবওয়েল হয়েছে জল আসেনা আবার কোথাও জল দাঁড়িয়েই থাকে এইভাবেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন সব্যসাচী ।
প্রকৃত জনসেবার মানুষ দারদির মানে বোঝালেন সাধারণ এমপি ভোটের প্রার্থী হয়ে হাঁটতে পারছি না গরম হচ্ছে গাড়ি চড়ে ঘুরতে হয় তারা কি জনগণের প্রতিনিধিত্ব করবেন আগে এই চ্যালেঞ্জটা নিতে হবে আর আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি এইভাবেই সব্যসাচী চট্টোপাধ্যায় গরমকে চ্যালেঞ্জ নিয়ে ভোট প্রচারে বেরোলেন ।