মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : “অভিষেকের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বিরোধীদের নেই” : শওকত মোল্লা

Lok Sabha Election 2024 : "Opposition has no power to fight Abhishek" : Shaukat Mollah

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনার :  ডায়মন্ড হারবারে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হোক শুভেন্দু ও শিশির অধিকারী কে এমনই মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বুধবার দলীয় প্রার্থীর সমর্থনে একটি পদযাত্রা আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ক্যানিংয়ের হেলিকপ্টার মোড় থেকে এই মিছিল শুরু হয়ে তা শেষ হয় নতুন অটো স্ট্যান্ডে গিয়ে। সেখানে বক্তব্য রাখছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ওদের নেই তাই ওরা এখনো প্রার্থী ঘোষণা করতে পারছে না। ওদের যদি সাহস থাকে তো শুভেন্দু অধিকারী নিজে দাঁড়াক নতুবা শিশির অধিকারী কে প্রার্থী করুক।”

উল্লেখ্য, মঙ্গলবার দলীয় কর্মীদের আক্রমণের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন জেলা নেতৃত্বরাও। সেই মিছিলের পাল্টা প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জয়নগর কেন্দ্রে প্রার্থী প্রতিমা মন্ডল কে নিয়ে এদিন মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী প্রতিমা মন্ডল ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

প্রার্থী প্রতিমা মন্ডল বলেন, “শুভেন্দু অধিকারী যেভাবে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে কদর্য ভাষা আক্রমণ করছেন তারই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা।” তৃণমূল কংগ্রেসের এদিনের এই সভা থেকে বিজেপিকে জয়নগর কেন্দ্রে আরো বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন শওকত মোল্লা সহ অন্যান্য নেতৃত্তরা। এ দিনের তৃণমূলের এই সভাতে বেশ কয়েকজন বিজেপির কর্মীরা যোগদান করেছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। এ বিষয়ে জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট পবিত্র পাত্র বলেন, “তৃণমূলের পুরানো কর্মীদেরকেই নতুন করে আবার তৃণমূলের যোগদান করিয়েছে। আমাদের দলের কেউ এই যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করেনি।”

Related Articles