মসনদের লড়াই

কাউন্টিং রুমে গেরুয়া ব্যান্ড এমনই অভিযোগ শতাব্দী রায়ের

Ocher band in the counting room is such a complaint of Shatabdi Roy

The Truth Of Bengal :  নির্দল প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের টাকা দিয়ে কিনে নেওয়ার অভিযোগ তুললেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ শতাব্দী রায়। এদিন তিনি দাবি করেন, গণনা কেন্দ্রে যে সকল নির্দল প্রার্থীদের এজেন্টরা রয়েছেন তাদের কিনে নিয়েছে বিজেপি। এক একটি গণনা কেন্দ্রের রোতে চার চার জন করে এজেন্ট বসে রয়েছেন আর প্রত্যেকের হাতে গেরুয়া ব্যান্ড লাগানো রয়েছে। যদিও এই সকল ঘটনার পরেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শতাব্দী রায়।

অন্যদিকে এই ঘটনার পাল্টা হিসাবে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য জানিয়েছেন, কে কি রংয়ের প্যান্ট অথবা জামা বা ব্যান্ড পরে আসবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের কোন নির্দেশিকা নেই। তবে এর পাশাপাশি তিনি প্রশ্ন করেন, শতাব্দী রায় কিভাবে নিজের ব্যক্তিগত সিকিউরিটি নিয়ে গণনা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন? যে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি আবার বন্দুকধারী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জেলাশাসকের কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।

Related Articles