সুদীপের উপর ভরসা রাখল উত্তর কলকাতা, মুখ পুড়লো বিজেপির
North Kolkata relied on Sudip

The Truth of Bengal : কলকাতা উত্তর যেখানে ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে। এবারের লোকসভা নির্বাচনে অন্যতম আকর্ষনের কেন্দ্র ছিল এই কলকাতা উত্তর। তাঁর ক্রেডিট একপ্রকার তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কে দেওয়া যেতে পারে। ভোটের ঠিক আগেই তৃনমূলের সাথে সম্পর্ক ছিন্ন করেন, তারপরই সোজা দলবদল। সোজা বিজেপিতে যোগদান করেন। পাঁচবারের সাংসদ দিক বন্দ্যোপাধ্যায়কে হারাতে কলকাতা উত্তরে তাপস রায় কে প্রার্থী হিসেবে দাঁড় করায় বিজেপি শীর্ষ নেতৃত্ব।
বিজেপির হয়ে তাপস রায় ভোটের আগে প্রায় একপ্রকার ঝড় তুলেছিল। বিভিন্ন জায়গায় প্রচার, জনসভা সবকিছুতেই অনেকটা এগিয়েই ছিল। কিন্তু ভোটের ফলাফলের দিন হলো তার উল্টো। কার্যত টিকতেই পারলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সামনে। ৯১৭৮১ ভোটে হারান বিজেপির প্রার্থী তাপস রায় কে। সারা বাংলার সবুজ ঝড় থেকে বাদ গেল না কলকাতা উত্তরও। মমতা ব্যানার্জির অন্যতম ভরসা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই ভরসার পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করলেন সুদীপ। কলকাতা উত্তরের মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়ে বুঝিয়ে দিলেন তাদের ভরসা তৃণমূলের সাথেই আছে।