মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : ‘মা-ই এখন ভরসা’, তাই কালি মন্দিরে পুজা দিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী

Lok Sabha Election 2024 : 'Mother is the hope', so the BJP candidate started campaigning by worshiping at the Kali temple

The Truth Of Bengal : নদীয়া, মাধব দেবনাথ : সকাল সকাল কালী মন্দিরে পূজো দিয়ে নিজের এলাকা থেকে ভোট প্রচার শুরু করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। বুধবার নদীয়ার শান্তিপুর আড়পাড়া এলাকায় একটি কালী মন্দিরে গিয়ে তিনি পুজো দেন, এরপর কর্মী সমর্থকদের সাথে নিয়ে বেরিয়ে পড়েন ভোট প্রচারে। তবে অন্যান্য দিনের তুলনায় বুধবার বিজেপি প্রার্থীর ভোট প্রচারে নজরে পড়লো না সেই সংখ্যক কর্মী সমর্থকদের। সাথে থাকতে দেখা যায় বেশ কয়েকজন মহিলা নেত্রীদের। যদিও গোটা এলাকায় ভোট প্রচার করে তিনি রাস্তা দিয়ে স্লোগান দিয়ে শুরু করেন আবারো প্রচার। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের সাথে সাক্ষাৎ করেন, শোনেন তাদের অভাব অভিযোগ।

যদিও এ বছর লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র লড়াইয়ের ময়দানে চলছে টানটান উত্তেজনা। একদিকে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক তথা বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি অবিরাম প্রচার চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে সূর্যের আলো দেখা দিতেই ভোট প্রচারে বেরিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। আর সেখানেই বোঝা যাচ্ছে লড়াইয়ের ময়দানে কেউ কাউকে এক ফোঁটাও জায়গা ছাড়তে নারাজ। এখন দেখার লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র কার দখলে থাকে। তবে এই কেন্দ্রে শুরু হয়ে গেছে ভাঙা গড়ার খেলা, ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী মুকুটমনির হাত ধরে তৃণমূলে যোগদান করেছে, আর সেখানেই অস্বস্তিতে বিজেপি শিবির। তবে যোগদান পর্ব নিয়ে হার মানতে নারাজ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তার দাবি যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে, তারা কোনদিনই বিজেপির কর্মী ছিল না।

Related Articles