Lok Sabha Election 2024 : তৃণমূলের প্রচারে এবার নতুন চমক, জনসংযোগ বাড়াতে কি করলেন পার্থ ভৌমিক?
Lok Sabha Election 2024: Trinamool's campaign is a new surprise, what did Partha Bhowmik do to increase public relations?

The Truth Of Bengal : শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি স্টেশন থেকে টিটাগড় স্টেশন পর্যন্ত যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন। সকাল থেকেই ট্রেনে করে যাত্রীদের সঙ্গে জনজোয়ারে সামিল হলেন এই তৃণমূল প্রার্থী। এই প্রচারে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাংকুর ভট্টাচার্য সহ জেলা ও স্থানীয় নেতৃত্ববৃন্দদের উপস্থিত হতে দেখা যায়। এই জনসংযোগের মাধ্যমে তৃণমূল প্রার্থী সাধারণ মানুষদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূল প্রার্থীর এই জনজোয়ারই জানান দিচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে তার জয়লাভের সম্ভাবনা।
শুক্রবার দেখা গিয়েছিল বালিগঞ্জ বিধানসভার বিধায়ক বাবুল সুপ্রিয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সহ স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে ব্যারাকপুর কোর্ট থেকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত এক মহা মিছিলে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল যে জয়ের ঝান্ডা ওড়াবেন তা কার্যতই স্পষ্ট বলে মনে করছেন তৃণমূল মহল।
এই নির্বাচনী প্রচার থেকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সাধারণের উদ্দেশ্যে জানিয়েছেন, “ব্যারাকপুরের মানুষের ভালোবাসায় এবং সমর্থনে আমি যদি নির্বাচিত হই, আমি এই ব্যারাকপুর থেকে গুন্ডারাজ ধ্বংস করব। শুধু তাই নয় চির শান্তির পরিবেশ প্রতিষ্ঠা করব। যেখানে প্রত্যেকে গণতান্ত্রিকভাবে নিজের কথা বলতে পারবে। আমি ব্যারাকপুরের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি যদি নির্বাচিত হই তাহলে যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে স্টাডি সেন্টার হবে। ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের দু ধারে শিল্পদ্যান নির্মাণ করা হবে। তাছাড়াও চটশিল্পের শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সুবিদার্থের জন্য লড়াই চলবেই। ”
প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন। আর এমতাবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন। প্রচারে বেরিয়ে বিভিন্ন দলের নেতা নেত্রীরা একে অপরকে এক চুলও জমি ছাড়তে নারাজ। জেলা থেকে স্থানীয় স্তরের নেতৃত্ববৃন্দরা নির্বাচনী প্রচারের মাধ্যমে বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা জানতে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের ঘরে ঘরে।