Lok Sabha Election 2024 : ভোটের মাঝেই জেলাশাসক দফতরে এলেন নির্বাচন অবজারভার, কিন্তু কেন?
Lok Sabha Election 2024: The election observer came to the District Magistrate's office in the midst of voting, but why?

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : চলছে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। আর এই পরিস্থিতিতে নির্বাচন চলাকালীন হঠাৎ জেলা শাসক দফতরে এলেন নির্বাচন অবজারভার টি রবি কান্ত।
শুক্রবার বীরভূম জেলা অবজারভার পরিদর্শনে এসে জেলা শাসক দপ্তরে বেশ কয়েক ঘন্টা ধরে বিভিন্ন তথ্য সহ নির্বাচনের আগে বীরভূমের পরিস্থিতি সমস্ত খতিয়ান জিজ্ঞাসাবাদ করে গেলেন বীরভূম জেলা শাসকের কাছে। তার পাশাপাশি তিনি বীরভূমের শেষ প্রান্ত কেন্দুলী বর্ডার সহ ওই এলাকার বুথ এবং গ্রামে ঘুরে পরিস্থিতি জানতে এদিন সশরীরে হাজির হয়েছিলেন বীরভূম জেলার অবজারভার টি রবি কান্ত। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “শুনতে এসেছি এবং দেখতে এসেছি বীরভূম জেলার পরিস্থিতি। কারণ বারবার নির্বাচন আসলেই যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূম জেলা সেই জায়গায় দাঁড়িয়ে কি পরিস্থিতি কোন কোন বুথগুলি বেশি বিশৃঙ্খলা এবং উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনের আগে সমস্ত তথ্য নিয়ে গেলেন জেলা সরকারের কাছ থেকে”।
পাশাপাশি সরাসরি পরিদর্শন করলেন বীরভূম ঝাড়খন্ড বর্ডার সেখানকার কড়া নিরাপত্তা কিভাবে রাখা হয়েছে এখান থেকে কোন মানুষ নির্বাচন আগে বিশৃঙ্খলা ছড়াতে না আসতে পারে আরো কোরান নিরাপত্তা করতে একাধিক পদক্ষেপ নিচ্ছেন নির্বাচন কমিশন বারবার বিরোধী এবং শাসক দল আঙুল তুলে অভিযোগ করেন এই সকল বীরভূম ঝাড়খন্ড বর্ডার থেকে আপনি অস্ত্র সহ দুষ্কৃতিদের প্রবেশের ঘটনা ।এবার সেই ঘটনাকে না ঢুকতে পারে। সেজন্য নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপের নিয়েছেন নির্বাচন কমিশন।