Lok Sabha Election 2024 : চতুর্থ দফায় তারকা যুদ্ধ, একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ, কড়া নিরাপত্তায় শুরু ভোটগ্রহণ
Lok Sabha Election 2024 : Star wars in the fourth phase, deciding the fate of multiple heavyweights, voting begins under tight security

The Truth Of Bengal : চতুর্থ দফায় ৮ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। কড়া নিরাপত্তায় শুরু হল ভোটগ্রহণ। চতুর্থ দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। রয়েছে রাজ্যের পুলিশও। সিসিটিভির নজরদারি প্রতি টি বুথে। তৈরি কুইক রেসপন্স টিম। প্রতিটি বুথে ওয়েব কাস্টিং। নির্বাচন কমিশন সরাসরি নজরদারি চালাবে।
তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। চতুর্থ দফায় এসব প্রার্থীর মধ্যে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
সবচেয়ে বেশি ক্রিটিক্যাল বুথ রয়েছে বীরভূম জেলায়। সেসব বুথে বিশেষ নিরাপত্তা সাজিয়েছে কমিশন।
লোকসভা নির্বাচনে এরাজ্যের ৪২ টি আসনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় পর্বের ভোটসম্পন্ন হয়েছে।
চতুর্থ দফায় আজ ভোটগ্রহণ হচ্ছে। ভোট গ্রহণ শুরু বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে। আটটি লোকসভা কেন্দ্রে একসঙ্গে নির্বাচন। তাই বাড়তি সতর্কতা।
৮ টি লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৫০৭টি
এরমধ্যে ৩৬৪৭ টি বুথকে ক্রিটিকাল বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে
সবচেয়ে বেশি ক্রিটিকাল বুথ রয়েছে বীরভূম জেলায়
বীরভূম জেলায় মোট দুটি লোকসভা কেন্দ্র বোলপুর এবং বীরভূম। সবচেয়ে বেশি ক্রিটিক্যাল বুথ বোলপুর লোকসভা কেন্দ্রে। ৬৫৯ টি ক্রিটিক্যাল চিহ্নিত করা হয়েছে এই কেন্দ্রে। এরপরেই ৬৪০ টি ক্রিটিক্যাল বুথ রয়েছে বীরভূমে। বীরভূমের দুটি কেন্দ্রে মোট বুথ ৩৯২২ টি। এর মধ্যে ১২৯৯ বুথই ক্রিটিক্যাল।
লোকসভা কেন্দ্র মোট বুথ ক্রিটিক্যাল বুথ
বহরমপুর ১৮৭৯ ৫৫৮
কৃষ্ণনগর ১৮৪১ ৩৩৮
রানাঘাট ১৯৮৩ ৪১০
বর্ধমান পূর্ব ১৯৪২ ৩০১
বর্ধমান-দুর্গাপুর ২০৩৯ ৪২২
আসানসোল ১৯০১ ৩১৯
বোলপুর ১৯৭৯ ৬৫৯
বীরভূম ১৯৪৩ ৬৪০
শান্তিপূর্ণ নির্বাচন করাই লক্ষ্য কমিশনের। বুথের চরিত্র অনুযায়ী নিরাপত্তা বলয় সাজিয়েছে কমিশন। যেসব ক্রিটিক্যাল বুথ চিহ্নিত করা হয়েছে সেই সব বুথে বিশেষ নিরাপত্তা। সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট গ্রহণ । সেই সঙ্গে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা।