Lok Sabha Election 2024 : গরমে সান স্ক্রিনের পাশাপাশি মেক-আপেই ভরসা রচনার
Lok Sabha Election 2024 : In summer, rely on sun screen as well as make-up

The Truth Of Bengal : হুগলি : রাকেশ চক্রবর্তী : বৈশাখী রোদে গলা শুকিয়ে কাঠ,তেষ্টায় গলা ফাটছে,গলা ভেজাতে ঘনঘন জল ডাব ঠান্ডা পানীয়ে চুমুক। মাথায় শেড দেওয়া প্রচার গাড়িতেও গলদঘর্ম অবস্থা।তৃনমূল প্রার্থীর প্রচারে গরমের এমনই টুকরো কোলাজ ধরা পড়ল হুগলিতে।
মেক আপ ঘেঁটে যাওয়ায় প্রচারের ফাঁকে আয়নায় নিজেই মেক-আপ করেন রচনা বন্দ্যোপাধ্যায়।
তৃনমূল প্রার্থী বলেন, “সারা জীবন মেক-আপ করে এসেছি। রাজনীতিতে এসে ভেবেছিলাম মেক-আপ করতে হবে না, মেক-আপ ছাড়া আরামে থাকব। কিন্তু গড়মে মেক-আপ না করলে স্কিনটা পুড়ে যাবে। তাই মেক-আপ করছি।”
মঙ্গলবার হুগলি চুঁচুড়া পুরসভার ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন ১ নম্বর ওয়ার্ডের মোল্লাপোতা এলাকা শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। তীব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুড খোলা গাড়ি নয়। এবার ছাঁউনি দেওয়া গাড়ি করে প্রচার করছেন তিনি। প্রচারের মাঝে মাঝে প্রার্থী কে বার বার জল খেতে দেখা যায়। এদিনের প্রচারে গরম থেকে বাঁচতে সাদা রঙের হালকা চুরিদার পরেন। বেলা যত বাড়তে থাকে বাড়তে থাকে গরম। তবে গরম কে উপেক্ষা করে প্রতিটা এলাকায় মহিলাদের ঢল নামতে দেখা যায়। ফুলের তোড়া থেকে শুরু করে লক্ষী ভান্ডার উপহার দেন মহিলারা।
এই গরমে কি ভাবে নিজেকে ফিট রেখেছেন এবং নিজের যত্ন কি ভাবে নিচ্ছেন। তিনি বলেন, “প্রচুর জল খাচ্ছি, লসসি খাচ্ছি। যে সব গাড়ি নিয়ে যাচ্ছি সে গুলোই ছাঁউনি করে নিচ্ছি, কারন টানা রোদে থাকা যাচ্ছেনা। অনেকে প্রচার করছেন বিকেলে, তবে আমি সকালে ছাঁউনি দেওয়া গাড়ি ব্যবহার করছি, আর বিকেলে হুড খোলা গাড়ি ব্যবহার করছি।”
তৃনমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে মেনে নিয়ে রচনা বলেন, “আমার মনে হয় পান্ডুয়া এবং বলাগরে সবথেকে বেশি লিড দেবে।গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় আছে, আমি মানছিনা যে নেই। আমাদের মধ্যেও আছে, সবার সাথে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে। হয়ত হচ্ছে সেটা। আমরা বারবার বলেছি হয়তো চিন্তা ভাবনার তফাত থাকতে পারে। আমার বিশ্বাস এই লোকসভা ভোট হোক বা এরপরে সবাই একজোট হয়ে কাজ করবে।