Lok Sabha Election 2024 : নির্বাচনের আগে আবারও বড় ভাঙন বিরোধী শিবিরে, শয়ে শয়ে সদস্যদের যোগদান তৃনমূলে
Lok Sabha Election 2024: Hundreds of members join Trinamool in big anti-erosion camp again before elections

The Truth Of Bengal : মালদা:- ভোটের আগে ফের দলবদল। সিপিএম ও কংগ্রেসের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য সহ ৫০০ জন কর্মী সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে। মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রের সম্বলপুর এলাকায় এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর উন্নয়নের শামিল হতে তৃণমূলে যোগদান বলে জানান পঞ্চায়েত সদস্যরা। ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে পাল্টা দাবি সিপিএম ও কংগ্রেসের।
এদিনের এই যোগদান কর্মসূচিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রতুয়ার বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জী। সিপিএম ও কংগ্রেস ছেড়ে আসা যোগদানকারীরা জানান মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার জন্য আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অপরদিকে রতুয়ার বিধায়ক সমর মুখার্জী জানান মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আজ সিপিএম ও কংগ্রেস ছেড়ে তারা যোগদান করলেন।