Lok Sabha Election 2024 : “আগে বিধানসভায় বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লির দিকে নজর দেবেন” : সায়নী ঘোষ
Lok Sabha Election 2024 : "First show opposition in assembly then focus on Delhi" : Sayani Ghosh

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী, বারুইপুর :- সৃজন বা সিপিএম বাংলার মানুষের কাছে কারোরই খুব একটা গ্রহণযোগ্যতা নেই। সায়নীর বিরুদ্ধে খারাপ কথা বললে একটিও বেশি ভোট পাওয়া যাবে না বলে মন্তব্য ও সায়নীর।
সিপিএমকে কটাক্ষ করে সায়নীর বক্তব্য, “আগে বিধানসভায় বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লির দিকে নজর দেবেন।” দুদিন আগে সোনারপুরে নির্বাচনী প্রচারে এসে সৃজন ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, “যেকোনো দিন সায়নী বিজেপিতে যোগদান করতে পারে।” এর পরিপ্রেক্ষিতে এদিন বারুইপুরে সৃজন এবং তার দল সিপিএমকে পাল্টা কটাক্ষ করেন সায়নী। এর পাশাপাশি অভিষেকের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে তার বক্তব্য, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উপর মানুষের কোন আশা ভরসা নেই। একযোগে ইডি সিবিআই ও আয়কর দপ্তরকে তোপ সায়নীর।”
সোমবার সকালে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারেন তিনি। সাথে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।