মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : বিদ্যাসাগরের মূর্তিতে মাল্য দান করে ঘাটালে ভোট প্রচার হিরনের

Lok Sabha Election 2024 : Donate garlands to Vidyasagar's statue to promote votes in Ghatala

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দীর্ঘ ৫০ বছরে রেকর্ড ছাড়ল পশ্চিম মেদিনীপুর জেলার তাপমাত্রা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী আজকের তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি! তবে এই তাপমাত্রাতেও থেমে নেই নির্বাচনী প্রচার। উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা ভোটের প্রচারও। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটায় আসলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্য দান করেন।

বিদ্যাসাগরের ব্যবহৃত জিনিসপত্র ঘুরে দেখেন। বীরসিংহ গ্রামের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে তিনি উল্লেখ করেন। খড়ারে প্রচারকালীন তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। গরমের মধ্যে শরীর ভালো রাখার জন্য কাঁঠালি কলা খাবার পরামর্শ দেন তিনি। গরমের মধ্যেও মানুষের উৎসাহর কোনো খামতি ছিল না। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এভাবেই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে, প্রচারে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করতে ব্যস্ত ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়।

Related Articles