মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : কড়া নিরাপত্তায় রাজ্য জুড়ে শুরু হল ভোট গননা

Lok Sabha Election 2024: Counting of votes began across the state amid tight security

The Truth Of Bengal : জলপাইগুড়ি : কড়া নিরাপত্তায় রাজ্য জুড়ে শুরু হল ভোট গননা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের গণানাকেন্দ্র করা হয়েছে। এদিন সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা গণনাকেন্দ্রে আসতে শুরু করেছেন। গণনা শুরু হবে সকাল আটটার সময়। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

হুগলি : তরুণ মুখোপাধ্যায় : হুগলি লোকসভা কেন্দ্রের ভোট গণনার শুরু হওয়ার আগে নির্বাচনে প্রার্থীদের সমর্থনে কাউন্টিং এজেন্টরা প্রবেশ করতেই শুরু হয় একদিকে জয় বাংলা ও অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। দুই দলের প্রতিনিধিকে কড়া বার্তা পুলিশ কমিশনারের।

কাউন্টিং শুরু হওয়ার আগেই ভিতরে প্রবেশ করলেন বীরভূম লোকসভার সমস্ত প্রার্থী সহ এজেন্ডরা। যেখানে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র সকাল থেকেই নো এন্ট্রি করে দেওয়া হয়েছে চৌদ্দ নম্বর জাতীয় সড়ক।

বারাসাত ঃ ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। বারাসাত লোকসভা কেন্দ্রের গননা হবে বারাসাত গভ কলেজে।ফল ঘোষণা স্ট্রং রুম তথা গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় বলায়। সকল নির্বাচনী দলের কাউন্টিং এজেন্ট রা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছেন কাউন্টিং হলে।

হুগলি : তরুণ মুখোপাধ্যায় :  অষ্টদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে আজ। সারা ভারত তথা, পশ্চিমবাংলার ৪২ টি আসনের ফল ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। হুগলি লোকসভা কেন্দ্রে ফল ঘোষণা হবে হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে। স্ট্রং রুম তথা গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় বলায়। সকল নির্বাচনী দলের কাউন্টিং এজেন্ট রা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছেন কাউন্টিং হলে।

Related Articles