মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : লোকসভা ভোটের আগে তৃণমূল ও আইএসএফের মধ্যে সংঘর্ষ, আহত বহু

Lok Sabha Election 2024 : Clash between Trinamool and ISF before Lok Sabha polls, many injured

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী,ক্যানিং :-  লোকসভা ভোটের আগে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে আহত একাধিক। ঘটনা স্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। ঘটনা টি ঘটেছে ক্যানিং থানার দক্ষিণ অঙ্গদবেরিয়া গ্রামে।

ঘটনা সূত্রে জানা যায় , এলাকায় আইএসএফ সমর্থক জহিরুল সরদারের অভিযোগ,সে একটি নতুন গাড়ি কেনে, গাড়ি কেনার পর এলাকার স্থানীয় শাসক দলের নেতৃত্ব দের মদ খাওয়ার টাকা না দেওয়ায় তাকে মারধর করে। এবং তাকে বাঁচাতে গেলে মারধর করা হয় আরো বেশ কয়েকজনকে। এই ঘটনায় শাসক দলের হাতে আক্রান্ত হয় একটি বয়স্ক মহিলা। ঘটনার কথা বলতে গিয়ে কার্যতো ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন ।
তবে এই ঘটনায় আক্রান্ত হয় তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি ও । বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
তবে আইএসএফের সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন। তিনি বলেন আমি তৃণমূল করি বলে আইএসএফের লোকজন আমাকে মারধর করে।

গোটা ঘটনায় আক্রান্ত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন। আইএসএফ কর্মী আক্রান্ত হওয়ায় আজ সকালে ক্যানিং থানায় আসেন আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Related Articles