মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : কাঠফাটা রোদে হাঁসফাঁস অবস্থা প্রার্থীর, শরবত এগিয়ে দিলেন ভোটাররা

Lok Sabha Election 2024 : Candidates are panting in the scorching sun, the voters gave them sherbet

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী: আরামবাগ : ‘ হৃদ মাজারে রাখিবো ছেড়ে দেব না ‘। গানের সুরে প্রচার সারলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ। একদিকে কাঠ ফাটা রোদ আর সেই রোদকে উপেক্ষা করে ভোট প্রচার সারছেন তিনি।

মঙ্গলবার সকাল থেকেই কমরপুকুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন। কখনো পায়ে হেঁটে আবার কখনো হুড খোলা গাড়িতে চড়ে প্রচার করতে দেখা যায়। প্রচারে সাধারণ মানুষের সারা ছিল চোখে পড়ার মতো।

এলাকায় ঢুকতেই ফুল দিয়ে স্বাগত জানায় তৃণমূল সমর্থিত প্রার্থী সহ কর্মীদের। তীব্র তাপমাত্রার জন্য শরবত খাওয়ায় সাধারণ মানুষ প্রার্থী সহ তৃণমূল কর্মীদের।

Related Articles