মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : কালো পতাকা, গো ব্যাক- এই সাংসদকে দেখেই ক্ষেপে আগুন এলাকার বাসিন্দারা

Lok Sabha Election 2024 : Black flag, go back - the residents of Agun area are angry after seeing this MP

The Truth Of Bengal : সৌমিত্র খাঁর মিছিল লক্ষ করে কালো পতাকা প্রদর্শন ও গো ব্যক স্লোগান তৃনমূল কর্মীদের। শুধু তাই নয়, বিজেপির মিছিল থেকেও তৃণমূল কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সুত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে নির্বাচনী প্রচারের ডাক দিয়েছিল বিজেপি। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এই মিছিলটি তৃনমূলের কার্যালয়ের সামনে আসতেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক সৌমিত্র খাঁকে কালো পাতাকা দেখান বলে অভিযোগ ওঠে। এরপর বিজেপি নেতাকে দেখে তারা গো ব্যাক স্লোগান দিতে থাকে। এই ঘটনায় কিছুক্ষনের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কর্মীদের এহেন কাজে উত্তেজিত হয়ে তৃনমূলের কার্যালয়ে ভাঙচুর চালাতে শুরু করেন এমনটাই অভিযোগ। তৃনমূলের একাধিক ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন তারা। ওই দলীয় কার্যালয়ে থাকা মুখ্যমন্ত্রী সহ একাধিক তৃনমূল নেতার ছবি ও আসবাব ছিঁড়ে ভাঙচুর ও করা হয়। এছাড়াও বেশ কয়েকজন তৃনমূল কর্মীকে মারধর করা হয়।

পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গঙ্গাজলঘাটি থানার পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছে বিজেপি কর্মীদের হঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর তৃনমূলের দাবী সৌমিত্র খাঁ সাংসদ হিসাবে এলাকায় কোনো কাজ করেননি। বিশ্ব মানের স্টেডিয়াম তৈরীর প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি। তাই মানুষ তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যক স্লোগান দিয়েছে। গোটা ঘটনায় সৌমিত্র খাঁকে কাঠগোড়ায় তুলেছে তৃনমূল।  পাল্টা সৌমিত্র খাঁর দাবী পুলিশের সাথে যোগসাজস করে তৃনমূল বিজেপির মিছিলে ব্যঘাত ঘটানোর চেষ্টা করেছিল। তৃনমূলের ভাগ্য ভালো যে বিজেপির ছেলেরা মেরে তাদের হাত পা ভেঙে দেয়নি।

Related Articles