মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি, কার রাজত্ব টিকবে?

Lok Sabha Election 2024 : BJP in crisis due to rise of CPIM in Jhargram Lok Sabha constituency, whose reign will survive?

The Truth Of Bengal : ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি। হাজার খানেক কর্মী সমর্থক নিয়ে ঝাড়গ্রাম শহরে বর্নাঢ্য মিছিল করে আজ নমিনেশন জমা করলো কংগ্রেস সমর্থিত জোট পার্থী সিপিএমের সোনামণি টুডু। দিদি, মোদী কারো সাথেই ঝাড়গ্রামের মানুষ নেই।

জঙ্গলমহলের মহিলারা হাজার টাকা চায়না সম্মান চায়। মানুষ চাকরি চায়। যার কোনোটাই নেই। আর মোদী টাকা দিয়ে সব কিনতে চাইছে। তাই একসময় যে সমস্ত মানুষ বিজেপি তে গেছিলো তারা আবার সিপিএমে ফিরে এসেছে। তার প্রমান আজকের মিছিল। বক্তব্য পার্থী সোনামনি টুডুর।

জঙ্গল মহলে এবার বিজেপি কে শক্ত চ্যালেঞ্জ এর মুখে ফেলেছে সিপিএম। কারন গত লোকসভা ভোটে বামেদের ভোট রামে যাওয়া এবং তৃনমূলের পার্থীর কিছু ভুল সিদ্ধান্তের দরুন ঝাড়গ্রাম আসন হাতছাড়া হয়। যদিও তৃনমূল এবার সেই ভুল করেনি। গতকাল ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত প্রার্থী সহ সমস্ত বিধায়ক দের একসাথে নিয়ে গতকাল শহরে মিছিল করে ঐক্যের বার্তা দিয়ে ঝাড়গ্রামবাসী কে সিট টা নিশ্চিত করেছেন বলে বক্তব্য রাজনৈতিক বিশ্লেষক দের। এবার সিপিএমের ভোট ব্যাঙ্কের ঘর বাপসির ফলে বহু বছর পর, ফের লালঝাণ্ডা নিয়ে এক সাথে এত লোক কে দেখা গেলো শহর দাপাতে। বিজেপির নমিনেশনে, শুভেন্দু অধিকারী র উপস্থিতি তেও মেরে কেটে ৬০০ /৭০০ লোক হয়েছিলো। সেখানে আজ সিপিএমের মিছিল যে বিজেপি কে অস্বস্তি তে ফেলছে সেটা বলাই যায়। ভোট শতাংশ বাড়িয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে আসাটাও কোনো অস্বাভাবিক নয় বলে মন্তব্য সাধারন মানুষের।

Related Articles