মসনদের লড়াই

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে সওকাত মোল্লার হাত ধরে ঘাসফুলে যোগ পঞ্চাশ অধিক কর্মী সমর্থক

Lok Sabha Election 2024: Before the Lok Sabha elections, more than fifty activist supporters held the hand of Sawkat Molla at Ghasphule

The Truth Of Bengal, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী, ভাঙর :- ফের বড় ভাঙন ভাঙড়ের পাওয়ার গ্রীড আন্দোলন কারিদের মধ্যে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলো জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি পঞ্চাশ অধিক সদস্য।

সূত্রের খবর, মঙ্গলবার ভাঙড়ের পাওয়ার গ্রীড আন্দোলন কারিদের মধ্যে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলো জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি পঞ্চাশ অধিক সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি রাজনৈতিক সভা থেকে সওকাত মোল্লার হাত ধরে যোগ দেয় তাঁরা। তাঁদের বাড়ি অধিকাংশ পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার মিদ্দে পাড়ায়। পাওয়ার গ্রীড বিরোধী আন্দোলনে যাঁদের বিশেষ ভূমিকা ছিলো।

এবিষয়ে সওকাত মোল্লা বলেন, “জমি কমিটি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। যারা লড়াই করেছে তাঁদের বঞ্চিত করা হয়েছে। আগামীদিনে পোলেরহাট ২ সহ ভাঙড়ে ব্যপক ভাবে জয় পাবে তৃণমূল কংগ্রেস। সদ্য তৃনমূলে যোগ দেওয়া জমি কমিটির প্রাক্তন সদস্য রিন্টু মিদ্দে বলেন, “কোন উন্নয়ন করেনি এলাকায়। সরকারি টাকা আত্মসাৎ করেছে। আমাদের বঞ্চিত করেছে সেকারণেই তৃণমূলে যোগ দিলাম।”

জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সম্পাদক মির্জা হাসান বলেন, “দুর্নীতির জন্য কদিন আগে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল। জমি কমিটির তেমন কেউ নেই। অধিকাংশ আইএসএফ।

Related Articles