Lok Sabha Election 2024 : ভোট প্রচারে আসতেই CPIM প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর
Lok Sabha Election 2024 : As soon as the election campaign came, the local people protested around the CPIM candidate

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী, বারুইপুর :- ভোট প্রচারে আসতেই এলাকার মহিলারা ঘিরে ধরলেন CPIM প্রার্থীকে। “সিপিএম, বিজেপি, তৃণমূল যে যখন ক্ষমতায় আসে লুটেপুটে খায।” বাড়ির উঠোনে দাঁড় করিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য কে এমনই কথা শোনালেন এলাকার মহিলারা।
বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বেহাল দশা। রাস্তাঘাট নেই, পানীয় জলের সমস্যা, নিকাশি ব্যবস্থার বেহাল দশা, জব কার্ড থাকলেও টাকা পাচ্ছেন না, ভাঙ্গা ঘরে বসবাস করলেও দেওয়া হচ্ছে না ঘরের টাকা। এমনই একাধিক অভিযোগ এলাকার বাসিন্দাদের। যেকোনো প্রার্থীই এই এলাকায় ভোট প্রচার এড়িয়ে চলেন। এদিন শংকরপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে আসেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
এলাকার বাসিন্দাদের একাধিক অভিযোগের কথা শোনেন। তাদের পাশে থাকারও আশ্বাস দেন। স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্য সরকার সবই তৃণমূলের দখলে। তারপরেও এলাকায় সাধারণ বাসিন্দাদের বসবাসের ন্যূনতম চাহিদা টুকু পূরণ না হওয়ায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।