Lok Sabha Election 2024 : লোকসভা নির্বাচনের আগে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ ৩০ জন কর্মী সমর্থকের
Lok Sabha Election 2024 : 30 activists and supporters left lotus flowers and joined Ghasphule ahead of the Lok Sabha elections

The Truth Of Bengal : মালদা:- লোকসভা নির্বাচনের আগে আবারো ভাঙ্গন বিরোধী শিবিরে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক ২ নম্বর ব্লক এর অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলা বাজারে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৩০ জন নেতাকর্মী।রবিবার রাতে রথবাড়ি ভোলা বাজার এলাকায় তৃণমূলের এক কর্মী সভায় বিভিন্ন দল থেকে প্রায় ৩০ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এদিন এই যোগদান সভায় তাদের হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেয় উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাকর্মীরা।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, “এই যোগদান হওয়াতে তৃণমূলের হাত আরো শক্তিশালী হল। তার পাশাপাশি তারা প্রত্যেকেই ভালো নেতা কর্মী। তাই তাদের স্বাগত জানাই।” অন্যদিকে কংগ্রেস সিপিএম ও আইএসএফ ছেড়ে এসে নবাগতরা জানান, “মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার জন্য আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।”