মসনদের লড়াইরাজ্যের খবর

জয়ের আনন্দে গুড় বাতাসা ও নকুল দানা বিলি তৃণমূলের

Jaggery Batasa and Nakul Dana Billi Trinamool in the joy of victory

The Truth Of Bengal : বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বিপুল ভোটে জয়লাভ করেছে। এই প্রথম শতাব্দী রায় দুবরাজপুর বিধানসভা থেকে লিড পেয়েছে আর সেই আনন্দ ভাগ করে নিতে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনন্দ উৎসবে মাতলেন। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ছবি নিয়ে গুড় বাতাস ও নকুলদানা সহ মহিলাদের হাতে লক্ষী ভান্ডার নিয়ে আনন্দে মাতলেন।

পাশাপাশি এদিন কর্মীরা আবির খেলায় মাতলেন। ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূল সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, মানিক মুখার্জি, সুভাষ মেটে, সনাতন পাল সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।

Related Articles