Lok Sabha Elections 2024 : ষষ্ঠ দফায় বাংলার ৮ কেন্দ্রে প্রায় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিশেষ নজর পূর্ব মেদিনীপুরে
Lok Sabha Elections 2024 : In the sixth phase, about a thousand companies of central forces in 8 centers of Bengal, with a special focus on East Medinipur

The Truth Of Bengal Desk: আগামী ২৫ মে শনিবার ষষ্ঠ দফার নির্বাচন। এই পর্বে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে নির্বাচন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রটি বিষ্ণুপুর লোকসভার মধ্যে। সেখানেও নির্বাচন রয়েছে ষষ্ঠ দফায়। এই দফায় মোট ৮ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। এই ৮টি লোকসভা কেন্দ্র হল: তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর। এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের দখলে ছিল তিনটি কেন্দ্র ও বিজেপির দখলে পাঁচটি। তমলুক কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী, কাঁথি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের শিশির অধিকারী ও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন তৃণমূলের দেব।
বর্তমানে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী বিজেপিতে।প্রথম পাঁচ দফায় যেভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, ষষ্ঠ দফাতেও সেই ধারা বজায় রাখতে মরিয়া নির্বাচন কমিশন। এই আটটি লোকসভা কেন্দ্রে প্রায় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে পূর্ব মেদিনীপুর জেলায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার জন্য মোতায়ন করা হচ্ছে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপর পশ্চিম মেদিনীপুর জেলা। সেখানে মোতায়েন হচ্ছে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়া জেলায় থাকছে ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রাম জেলায় ১৩৩ কোম্পানি ও পুরুলিয়া জেলায় ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা এলাকার জন্য থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ষষ্ঠ দফার নির্বাচনে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে ৮টি লোকসভা কেন্দ্রের সর্বত্রই। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ২৯ হাজার ৪৬৮ রাজ্য পুলিশ মোতায়েন থাকছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ষষ্ঠ দফার লোকসভা কেন্দ্র গুলির ক্রিটিক্যাল পোলিং স্টেশন এর তালিকাও তৈরি হয়েছে। এই আটটি লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশনের সংখ্যা ১৫ হাজার ৬০০টি। তার মধ্যে ক্রিটিকাল পোলিং স্টেশন ২৬৭৮ টি। সবচেয়ে বেশি ক্রিটিক্যাল বুথ রয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৮৭৬টি। তার মধ্যে ৫০১টি বুথ ক্রিটিক্যাল। তমলুক লোকসভা কেন্দ্রে ১৯২৮ টি বুথের মধ্যে ৩৩৭টি বুথ ক্রিটিক্যাল। ঘাটাল লোকসভা কেন্দ্রে ২০৯৫ টি বুথের মধ্যে ৩২০ টি বুথ ক্রিটিক্যল। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২০১৮টি তার মধ্যে ক্রিটিক্যাল বুথ ২৯৭ টি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ১৯৩৫টি বুথের মধ্যে ৩১৩ টি বুথ ক্রিটিক্যাল। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট বুথে সংখ্যা ১৯০৩ টি এর মধ্যে ৩৫০ টি বুথ ক্রিটিক্যাল চিহ্নিত করা হয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ১৯৪৫টি বুথের মধ্যে ২০১ টি বুথ ক্রিটিক্যাল। বিষম লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৮৯০ টি। এর মধ্যে ক্রিটিক্যাল বুথ ৩২৩টি।