সপ্তম দফায় ৯ কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫৮.০৬ শতাংশ
In the seventh phase, 58.06 percent voting was done till 3 pm in 9 centers

The Truth of Bengal: দুপুর ৩টে পর্যন্ত ভোট ৫৮.৪৬ শতাংশ, দেখুন কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল। সবথেকে বেশি ভোট পড়েছে বসিরহাটে। সেখানে ভোটের হার ৬৬.৭৬ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে কলকাতা উত্তর কেন্দ্রে। সেখানে ভোটদানের হার ৫১.২২ শতাংশ।
সপ্তম দফায় ৯ কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫৮.০৬ শতাংশ।
দমদমে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫৩.০৬ শতাংশ
বারাসত কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৬৯ শতাংশ
বসিরহাট দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৬.৭৬ শতাংশ
জয়নগর দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬২.২৪ শতাংশ
মথুরাপুর দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৩.৬৬ শতাংশ
ডায়মন্ড হারবার কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬১.০৮ শতাংশ
যাদবপুর কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৪৯ শতাংশ
কলকাতা দক্ষিণ কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫০.৬১ শতাংশ
কলকাতা উত্তর দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫১.২২ শতাংশ
বরানগর বিধানসভা উপনির্বাচনে দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫৩.০৪
সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গে ৯ কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটগ্রহণ চলছে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর আসনে। এই দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কুইক রেসপন্স টিম থাকছে ৭৮৮টি। এ ছাড়াও ৩৩,২৯২ জন পুলিশকর্মী মোতায়েন থাকছেন সপ্তম দফায়। সপ্তম দফার ভোটে ৯টি কেন্দ্রে মোট ভোটার এক কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৩৪৫ জন। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে স্পর্শকাতর বুথ আছে ৩,৭৪৮টি।
সকাল থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির মাঝে চলছে ভোটগ্রহণ। অনেক জায়গা থেকে ইভিএম নিয়ে অভিযোগ আসে। ফলে সেখানে নির্ধারিত সময়ে ভোট শুরু করা যায়নি। কিছু বুথে এজেন্ট বসানো নিয়ে ঝামেলা হয়। বিভিন্ন জায়গা থেকে আসা অভিযোগ খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। স্পর্শকাতর বুথগুলির জন্য বিশেষ নজর রাখছে কমিশন। সকালের দিকে ভোটদানের হার একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটদানের হার।