lok sabha election 2024: হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘হাইপ্রোফাইল’ লোকসভা কেন্দ্র ,যাদবপুর, ভোট যুদ্ধে যাদবপুর কার দখলে?
lok sabha election 2024: 'High Profile' Lok Sabha Constituency, Jadavpur

The Truth of Bengal: উদ্বাস্ত প্রভাবিত যাদবপুর লোকসভা কেন্দ্রে শিক্ষিত ভোটারের সংখ্যা সবথেকে বেশি। ডান-বাম দু দলের হাতে বরাবর থেকেছে এই সংসদীয় কেন্দ্র। উনিশে বিজেপি চেষ্টা করেও জয় হাসিল করতে ব্যর্থ হয়। তৃণমূলের মিমি চক্রবর্তী,প্রতিপক্ষ প্রার্থী অনুপম হাজরাকে হারান। সায়নী ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতোই সিপিএমের সৃজন ভট্টাচার্য ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতায় সামিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এই হাইপ্রোফাইল কেন্দ্রে। ‘হাইপ্রোফাইল’ লোকসভা কেন্দ্র ,যাদবপুর। ইতিহাস বলছে,রাজনৈতিক অঘটন বারবার দেখা গেছে এই যাদবপুরে। শিক্ষার জগতে ফাইভস্টার যাদবপুর বিশ্ববিদ্যালয় যেমন তাক লাগায় তেমনই আবার সংসদীয় রাজনীতিতেও এই যাদবপুর বেশ নজরকাড়ে।
লোকসভা থেকে সাংসদ হয়েছেন রাজনীতি থেকে শিক্ষা ও সংস্কৃতি জগতের নামী মানুষেরা। ইন্দ্রজিৎ গুপ্ত, সোমনাথ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা বসু, কবীর সুমন, সুজন চক্রবর্তী, সুগত বসুর মতো হেভিওয়েট ব্যক্তিত্বরা এই সংসদীয় কেন্দ্র থেকে জয়ী হয়ে লোকসভায় যান। ১৯৬০ থেকে ১৯৮৪। টানা ২৪ বছর যাদবপুর ছিল সিপিআইএমের দখলে। ১৯৮৪ সালে এই যাদবপুরেই নক্ষত্রপতন। সিপিআইএমের হেভিওয়েট সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার লোকসভার সদস্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সাল থেকে যাদবুপর লোকসভা কেন্দ্রে টানা জয়ী হয়ে আসছে তৃণমূল। নানা উথ্থান-পতনের সাক্ষী সেই যাদবপুর। কোন ইস্যুতে ফোকাস করছেন বিরোধী বা শাসকদলের প্রার্থীরা।
প্রার্থীদের জয়-পরাজয়ের ভোট চিত্রে
একবার নজর দেওয়া যাক।
এক নজরে যাদবপুর লোকসভা কেন্দ্র
লোকসভায় রয়েছে ৭বিধানসভা কেন্দ্র
বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ
ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ
যাদবপু্রে মোট ভোটার- ১৮ ১৬১ ১৭
পুরুষ ভোটারের সংখ্যা-৯ ০৬৯ ৭১
মহিলা ভোটারের সংখ্যা- ৯০৬৯৭১
রাজ্যের হাইপ্রোফাইল লোকসভা কেন্দ্র যাদবপুরের হাওয়া কী বলছে ? একসময়ে বাম দুর্গ ছিল যাদবপুর। প্রার্থী বদল করলেও তৃণমূলই একাধিকবার কেন্দ্রে লাগাম হাতে রেখেছে। উনিশে গেরুয়া হাওয়ার মাঝেও যাদবপুরে ফোটে ঘাসফুল। বিজেপির অনুপম হাজরাকে হারিয়ে জয়ী হন মিমি চক্রবর্তী। এবার বামেরা বলছে,যে যাই বলুক,যাদবপুর আবার হয়ে উঠবে লালেদের গড়। ঠাণ্ডা মাথায় লড়ার জন্য সবপক্ষকে আবেদনও করছেন তিনি। সৃজনের দাবি খারিজ করছেন সায়নী। তৃণমূল শুধু বিরোধীদের মতো ভোটারদের দরবারে আসে না।সারা বছর মাটি কামড়ে লড়াইয়ের পণ করেছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই তাঁর জনমন জয়ের হাতিয়ার,দাবি করছেন সায়নী ঘোষ
২০১৯ সালের ভোটের ফলাফল দেখে নেব
তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৬,৮৮,৪,৭২টি ভোট
বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৩,৯৩,২৩৩ টি ভোট
সিপিএম প্রার্থী পেয়েছিলেন ৩. ০২,২৬৪টি ভোট
উনিশের এই ফলাফলে বদল আনতে চায় বিরোধীরা।আর তৃণমূল চায় রেকর্ড ভেঙে রেকর্ড ভোট। সব পক্ষের সাড়ম্বরে প্রচার কার্যতঃ যাদবপুরকে ভোট মানচিত্রে আলাদা জায়গা করে দিচ্ছে বলা যায়।