মসনদের লড়াই

Lok Sabha Election 2024: নির্বাচনের আগে এগরায় তৃণমূলের বর্ধিত সভা

Lok Sabha Election 2024: Extended meeting of Trinamool in Egra before elections

The Truth Of Bengal:  সৈকত মাইতি, পূর্ব মেদিনীপুর: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে কে সামনে রেখে রবিবার এগরা মহকুমা শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ‍্যমিক শিক্ষক সমিতির বর্ধিত সভার আয়োজন করা হল।

পটাশপুর হাড়োচরণ বিদ‍্যাপীঠে রবিবার সভাটি অনুস্থিত হয়। সভা থেকে সংগঠনের সদস্য কনক কান্তি দাস লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্থি উত্তম বারিক ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রর তৃণমূল কংগ্রেস পার্থি জুন মালিয়াকে ভোট দেওয়ার আবেদন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস‍্য মৃনাল কান্তি দাস, সুলেখা গিরি সাঁতরা, টিকরাপাড়া উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব পণ্ডা, পটাশপুর
হাড়োচরণ বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মুর্ষেদ আলি, শিক্ষক কনক কান্তি দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গোলোকেশ নন্দ গোস্বামী, পটাশপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি।

এই বর্ধিত সভায় এগরা মহকুমা তৃণমূল মাধ‍্যমিক শিক্ষক সমিতির শিক্ষক ও শিক্ষিকা বৃন্দরা অংশ নেন।

Related Articles