Loksabha Election 2024: নজরে হাইভোল্টেজ ব্যারাকপুর, অর্জুনের শক্তিশেল রুখে দিতে মরিয়া পার্থ…
Loksabha Election Tight fight in Barrackpore

The Truth OF Bengal: ভোটযুদ্ধের হাওয়া গরম ব্যারাকপুরে। বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে তৃণমূলের পার্থ ভৌমিকের টক্কর হলেও আসরে নেমেছে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। ৩দলের প্রার্থীই ডোর টু ডোর ক্যাম্পেনে নজর দিচ্ছেন। শিল্পাঞ্চলের মানুষের দুয়ারে পৌঁছে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।অর্জুন সিং মাঝে তৃণমূলে গেলেও পরে শিবির বদল করেছেন।তিনি আবার পদ্ম প্রতীকে লড়ছেন। এবার কী লক্ষ্যভেদ করতে পারবেন ? নাকি পার্থ ভৌমিক তৃণমূলের হারানো জমি ফিরে পাবেন ?
নির্বাচন মানেই ব্যারাকপুরে টানটান লড়াই।রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে পর্যুদস্ত করতে এককাট্টা লড়াইতে নেমেছে বরাবর।বাম আমলে এই ব্যারাকপুর দখলে ছিল তড়িত বরণ তোপদারের হাতে।সিপিএমের দাপট কমায় এই শিল্পাঞ্চলে জায়গা করে নেয় তৃণমূল কংগ্রেস।২০০৯-র মতোই ২০১৪-য় তৃণমূল প্রার্থী দ্বিনেশ ত্রিবেদী জিতলেও পরে ২০১৯এ তিনি হেরে যান। হারেন অর্জুন সিংয়ের কাছে।পরবর্তী সময়ে সেই অর্জুন সিং শিবির বদল করেন।এবার আবার তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির হয়েই লড়ছেন। হাইভোল্টেজ কেন্দ্রগুলিতে প্রচারে নেমেছেন হেভিওয়েট প্রার্থীরা। ২০ মে রয়েছে সেখানে নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের মধ্যে। তবে, প্রশ্ন উঠছে ২০১৯-এর পুণরাবৃত্তি কী হবে ? নাকি বদল আসবে ?
- একনজরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র
- লোকসভায় রয়েছে ৭টি বিধানসভা
- ব্যারাকপুর,নৈহাটি,জগদ্দল,বীজপুর
- ভাটপাড়া, নোয়াপাড়া, আমডাঙা
- মোট ভোটার- ১৪,৩৩,২৭৬
- পুরুষ ভোটার- ৭,৩৯,৩৫৪
- মহিলা ভোটার- ৬,৯৩,৮৯৩
- ২০১৯ ব্যারাকপুর লোকসভার ফলাফল
- অর্জুন সিং -বিজেপি প্রার্থী পান ৪,৭২,৯৯৪ ভোট
- দীনেশ ত্রিবেদী -তৃণমূল প্রার্থী পান ৪,৫৮,১৩৭ ভোট
- গার্গী চ্যাটার্জি -সিপিআইএম প্রার্থী পান ১,১৭,৪৫৬ ভোট
২০২১-র বিধানসভায় ভাটপাড়া বাদে সব আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়।ভাটপাড়ায় বিজেপি কোনওমতে গড় ধরে রাখে।এখন বারবার শিবির বদল করা অর্জুন সিং কোনও ফ্যাক্টরই নন বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।