কু-কথায় সেরার সেরা দিলীপ, মুখ্যমন্ত্রীকে রুটিন মাফিক আক্রমণ, কী বললেন দিলীপ?
Dilip Ghosh made rude comments about the Chief Minister

The Truth Of Bengal; আবারও কুকথা এই বিজেপি নেতার গলায়, মুখ্যমন্ত্রী সম্পর্কে বেফাঁস মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বলেন “পাশ দিয়ে চলে গেলে কুকুরও দেখবে না”,ইমেজ প্রসঙ্গ নিয়ে বিজেপির এই নেতা আরও বলেন ‘সব প্রসঙ্গ চলে গেছে’, ‘এখন পুলিশকে ফিট করে কিছু কথা বলানো হচ্ছে’।
রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করে দিলীপ ঘোষের গলায় ফের কু-কথা। এর আগে নির্বাচন কমিশন সতর্ক করেছে বিজেপির বর্ধমান-দুর্গাপুরের প্রার্থীকে। শুধু নির্বাচন কমিশন নয়, তাঁর দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সতর্ক করেছে। তবুও শুধরাননি! প্রায় প্রতিদিন রুটিন মাফিক আক্রমণ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর সেই আক্রমণ করতে গিয়ে ভাষা শালীনতা হারিয়ে ফেলছেন। ফের মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের বেফাঁস মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা দলীয় প্রার্থী দিলীপ ঘোষ। মন্তব্য করলেন, “পাশ দিয়ে চলে গেলে কুকুরও দেখবে না”। ইমেজ প্রসঙ্গ নিয়ে বিজেপির এই নেতা আরও বলেন, “আমি মহিলা চলে গেছে, আমার মাথা ফেটেছে চলে গেছে, ঠ্যাং ভেঙেছে চলে গেছে, এখন পুলিশকে ফিট করে কিছু কথা বলানো হচ্ছে।”
উল্লেখ্য, মুম্বাই হামলার অন্যতম চক্রি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রাজারাম রেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়ি রেকি করে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তাতেও জোর দিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করে অকথ্য ভাষা প্রয়োগ করেন। এই নিয়ে করা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তৃণমূল নেতৃত্ব। একজন মহিলা সম্পর্কে কী ভাষায় কথা বলতে হয়, তার সীমালঙ্ঘন করেছে বিজেপি। বিজেপির সংস্কৃতি হয়ে উঠেছে এই কথা , মন্তব্য তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক।